মুখে টমেটো লাগানোর অপকারিতা সম্পর্কে বিস্তারিত জানুন

মুখে টমেটো লাগানোর অপকারিতা সম্পর্কে জানতে চাচ্ছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না। চিন্তার কোন কারণ নেই, আমার আর্টিকেলের মাধ্যমে আপনি সকল তথ্য জানতে পারবেন। এখানে টমেটো খাওয়ার উপকারিতা, টমেটো দিয়ে ফেসিয়াল করার সম্পর্কেও আলোচনা করা হয়েছে। আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন আশা করি আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
মুখে টমেটো লাগানোর অপকারিতা সম্পর্কে বিস্তারিত জানুন
এখানে শুধুমাত্র মুখে টমেটো লাগানোর লাগানোর অপকারিতা সম্পর্কে আলোচনা করা নেই এর পাশাপাশি টমেটো ও চিনি মুখে মাখার নিয়ম, বেশি টমেটো খেলে যেসব রোগ হতে পারে, টমেটো মুখে মাখার উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

ভূমিকা

টমেটো আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি উপাদান। টমেটোতে ভিটামিন এ, ভিটামিন সি ও ভিটামিন কে রয়েছে। এটি আমাদের শরীরে প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে। প্রতিদিন পরিমাণ মতো টমেটো খেলে অনেক উপকার পাওয়া যায়। টমেটো আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। টমেটো খেলে আমাদের রক্তশূন্যতা দূর হয়। মুখে টমেটো মাখলে এটি মুখের ময়লা দূর করে এবং ভেতর থেকে ত্বককে উজ্জ্বল করে।

বেশি টমেটো খেলে যেসব রোগ হতে পারে

লাল লাল পাকা টমেটো দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও এর স্বাদ অতুলনীয়। টমেটো আমরা কাঁচা পাকা দুই ভাবেই খাই। কাঁচা টমেটো সালাদ করে খায় আর পাকা টমেটো তরকারিতে দিয়ে খায়। টমেটো খাওয়ার স্বাস্থ্য উপকারিতা অনেক তবে সেটা হতে হবে পরিমাণমতো। টমেটোর অনেক গুণ ও উপকারিতা থাকা সত্ত্বেও টমেটো বেশি পরিমাণে খেলে আমাদের শরীর স্বাস্থ্য বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। 

বিশেষজ্ঞদের মতে, পরিমাণ মতো টমেটো না খেলে অতিরিক্ত টমেটো খেলে শরীরের নানা রোগের ঝুঁকি থাকে। অতিরিক্ত টমেটো খাওয়ার ফলে কিডনিতে পাথর, অ্যালার্জিসহ নানা ধরনের মারাত্মক রোগ হতে পারে। টমেটো পুষ্টিগুণের সমৃদ্ধ একটি সবজি এতে ভিটামিন এ, ভিটামিন সি ও ভিটামিন কে রয়েছে। এছাড়াও রয়েছে ভিটামিন বি৬, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ। টমেটোতে লাইকোপেন নামে একটি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। 


পরিমাণমতো টমেটো না খেলে টমেটোতে থাকা বিভিন্ন উপাদানের কারণে হজমের সমস্যা ও কিডনিতে পাথরের মত রোগ হতে পারে। টমেটোতে ম্যালিক ও সাইট্রিক এসিড থাকে যা পাকস্থলীতে অতিরিক্ত অম্লের প্রবাহ সৃষ্টি করে ফলে গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যায়। টমেটো পেটের পীড়া বাড়ায় তাই যারা পেটের পীড়ায় ভোগেন তাদের অতিরিক্ত টমেটো খাওয়া থেকে দূরে থাকা উচিত।টমেটোতে হিস্টামিন থাকে যা ত্বকের অ্যালার্জি সৃষ্টি করে। 

অতিরিক্ত টমেটো খেলে মুখ, জিব্বা ও মুখের ফোলাভাব, হাঁচি, গলায় জ্বালাপোড়া করা ইত্যাদি মারাত্মক লক্ষণ দেখা দিতে পারে। টমেটোতে রয়েছে ক্যালসিয়াম ও অক্সালেট যা সহজে শরীর থেকে বের হতে পারেনা। এগুলো শরীরের জমতে শুরু করলে কিডনিতে পাথর জমতে শুরু করে। টমেটোতে স্যালানিস নামক বিশেষ অ্যালকলয়েড থাকে যা কষে ক্যালসিয়াম তৈরির জন্য দায়ী। এই যৌগের পরিমাণ বেড়ে গেলে গেটে বাতের প্রদাহ তৈরি করতে শুরু করে। 

টমেটোতে থাকা লাইকোপেন অতিরিক্ত মাত্রায় শরীরের জমা হলে লাইকোপিনা ডারমিয়া নামের এক ধরনের সমস্যা দেখা দেয়। রক্তে লাইকোটপেনের মাত্রা বেড়ে গেলে ত্বকের রং বদলাতে শুরু করে। সালমোনেলা নামে এক ধরনের ব্যাকটেরিয়া টমেটোতে থাকে যা ডায়রিয়ার জন্য দায়ী। তাই কখনো বেশি পরিমাণে টমেটো খাওয়া উচিত নয়।

মুখে টমেটো লাগানোর অপকারিতা

টমেটোর যেমন উপকারিতা রয়েছে তেমনি এর অনেক অপকারিতা ও রয়েছে। অতিরিক্ত টমেটোর ব্যবহার আমাদের শরীরের জন্য ক্ষতিকর। ফর্সা হওয়ার জন্য আমরা অনেকে টমেটো ব্যবহার করে থাকি তবে পরিমাণ মতো এর ব্যবহার না করলে তা আমাদের জন্য ক্ষতিকর। মুখের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা টমেটো ব্যবহার করে থাকি তবে অনেক সময় মুখে যদি আমরা টমেটো ব্যবহার করি তাহলে আমাদেরও ক্ষতি হয়। মুখে টমেটো লাগানোর অপকারিতা নিম্নরূপ:
  • মুখের ব্ল্যাকহেড দূর করার জন্য আমরা অনেকেই টমেটোর ফেসপ্যাক ব্যবহার করে থাকি। কিন্তু অনেক সময় এতে আমাদের মুখে চামড়ার ক্ষতি হয়।
  • মুখের তৈলাক্ত ভাব দূর করতে আমরা টমেটোর রস ব্যবহার করে থাকি। যাদের অ্যালার্জি আছে তাদের মুখ লাল হয়ে যায়।
  • যাদের অ্যালার্জি রয়েছে টমেটো মুখে ব্যবহারের ফলে তাদের ছোপ ছোপ দাগ হতে পারে।
  • মুখে লাল লাল র‌্যাশ বের হলে চেহারার সৌন্দর্য নষ্ট হয়।
  • মুখে টমেটো ব্যবহার অনেক সময় ত্বকে জ্বালাপোড়া সৃষ্টি করে।

টমেটো মুখে মাখার উপকারিতা

শীতকাল আসলে আমাদের ত্বক শুষ্ক হয়ে যায় তখন মুখে ক্রিম বা মশ্চারাইজার ব্যবহারের পরও আমাদের ত্বকে তৈলাক্ত ভাব দূর হতে চাই না। এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা নানা প্রসাধনী সামগ্রী ব্যবহার করেও কোন উপকার পায় না। কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করলে আমরা উপকৃত হতে পারি। 

এমন অনেক প্রাকৃতিক উপাদান রয়েছে যা তৈলাক্ত ত্বকের সমস্যা থেকে মুক্তি প্রদান করে। আপনি জানেন কি তার মধ্যে অন্যতম সেরা উপাদান হলো টমেটো যা নারী পুরুষ উভয় তাদের তৈলাক্ত ত্বকের জন্য ব্যবহার করতে পারে। টমেটো একটি প্রাকৃতিক সংকোচক যা আমাদের ত্বকের ছিদ্র পরিষ্কার করতে সহায়তা করে। 


টমেটোতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট যা আমাদের ত্বকের তারুণ্য ও সজীবতাকে দীর্ঘস্থায়ী করে। টমেটোর রস মুখে ছিদ্র নিরাময় করে ত্বক থেকে ব্রনের দাগ কমাতে সহায়তা করে। তৈলাক্ত ত্বকের জন্য টমেটো রস সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টমেটো মুখে মাখার উপকারিতা নিম্নরূপ:
  • মুখের তৈলাক্ত ভাব দূর করে: একটি টমেটোকে দুই ভাগ করে কেটে মুখে ঘষে ঘষে স্ক্রাব করুন বা টমেটো চিপে রস বের করে দুই ফোঁটা লেবুর রস মিশিয়ে মুখে ১৫ মিনিট মতো লাগিয়ে রাখুন। এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ভালোভাবে পরিষ্কার করে ফেলুন। ভালো ফলাফল পেতে সপ্তাহে ৩া দিন ব্যবহার করুন।
  • ত্বকের বড় ছিদ্র কে সংকুচিত করে: ত্বকের বড় ছিদ্রে ধুলাবালি প্রবেশ করে ত্বককে সংক্রমণ ঘটায়। একটি টমেটো নিয়ে টমেটো রস ভালোভাবে বের করে নিতে হবে। এরপর এতে কয়েক ফোটা লেবুর রস নিতে হবে এরপর এই মিশ্রনের মধ্যে একটি তুলার পুটুলি ডুবিয়ে তুলা দিয়ে আলতোভাবে পুরা মুখে মাসাজ করতে হবে।
  • ব্রণ হ্রাস করে: টমেটোতে রয়েছে প্রাকৃতিক এসিড ও ভিটামিন যা মুখে ব্রণ হ্রাস করে। টমেটোর রস মুখে প্রয়োগ করলে মুখের ব্রণ হ্রাস পায়।
  • সামার বার্নস বা গ্রীষ্মকালীন পোড়াদাগ দূর করে: টমেটো রস এ শীতল প্রভাব কাজ করে গ্রীষ্মকালের সময় আমাদের অনেকের মুখে কালো দাগ হয়ে থাকে সে সময় যদি আমরা টমেটো রস মুখে প্রয়োগ করি তাহলে আমাদের মুখ থেকে কালো কালো দাগ দূর হয়।
  • রৌদ্রের তামাটে ভাব কমায়।
  • ত্বক পরিষ্কার করে ত্বক উজ্জ্বল করে। টমেটোর রসের সাথে চন্দনের গুড়া ও গোলাপজল মিশিয়ে এটি মুখে ১৫ মিনিট থেকে 20 মিনিট প্রয়োগ করতে হবে। এটি শুকিয়ে গেলে এরপর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে মুখ পরিষ্কার করে নিতে হবে তাহলে ত্বক উজ্জ্বল হবে।

টমেটো ও চিনি মুখে মাখার নিয়ম

প্রাচীনকাল থেকে ঘরোয়া পদ্ধতিতে সৌন্দর্য বৃদ্ধির জন্য টমেটো ব্যবহার করা হয়। টমেটো ত্বকের জন্য প্রাকৃতিক এন্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এটি আমাদের ত্বকের তৈলাক্ত ভাব দূর করে। ত্বকের বড় ছিদ্রকে সংকুচিত করে এবং মুখের ব্রণ দূর করে। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য মুখে টমেটোর ব্যবহার করলে উপকারিতা পাওয়া যায়। এটি রৌদ্রের তামাটে ভাব দূর করে। 

টমেটো ত্বকের জন্য প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে। ত্বকের ময়লা ভাব দূর এবং উজ্জ্বলতা বৃদ্ধির জন্য টমেটো ফেসপ্যাক ব্যবহার করলে ভালো উপকার পাওয়া যায়। টমেটো ও চিনি দিয়ে আমরা ফেসপ্যাক তৈরি করতে পারি। এজন্য প্রথমে আমাদের একটি টমেটো নিতে হবে। টমেটোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করতে হবে এরপর টমেটোর মাঝ বরাবর ছুরি দিয়ে অর্ধেক করে নিতে হবে। 

কিছু পরিমাণ চিনি নিতে হবে। এবার টমেটোর কাঁটা অংশটি কে চিনির মধ্যে ডুবিয়ে মুখের মধ্যে ঘষে ঘষে ক্রাব করতে হবে। পাঁচ থেকে ছয় মিনিট ভালোভাবে ঘষলে মুখের লোমকূপের ময়লা দূর করতে সহায়তা করে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।

টমেটো দিয়ে ফেসিয়াল

আমরা এখন জানবো টমেটো দিয়ে কিভাবে ফেসিয়াল ও স্ক্রাব করতে হয়। এটি আমাদের ত্বককে খুব সুন্দরভাবে পরিষ্কার করে ও পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়তা করে। ত্বকের দাগ থাকলে সেটিও দূর করে। টমেটো দিয়ে স্ক্রাব করার জন্য প্রথমে একটি পাকা টমেটো নিয়ে নিতে হবে। এরপর মাঝ বরাবর টমেটোটিকে অর্ধেক করে কাটতে হবে। কাটা অংশ চিনিতে ডুবিয়ে আলতো হাতে ঘষে ঘষে মুখে পাঁচ মিনিট মেসেজ করতে হবে। 

আমাদের ত্বকে যে মৃত কোষ রয়েছে সেটি দূর হয়ে যাবে। ত্বকের লোমকূপের গোড়ার ময়লা দূর হবে, ডিপ ক্লিনজিং হবে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। এটি আপনারা সপ্তাহে দুইবার ব্যবহার করতে পারেন। ছেলে মেয়ে উভয় এই স্ক্রাব ব্যবহার করতে পারবে। এটি ত্বকের জন্য খুবই ভালো। 

আবার একটি টমেটো নিয়ে কয়েক টুকরো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে এরপর একটি পাত্রে দুই চামচ বেসন নিতে হবে। বেসন এবং টমেটোর পেস্টটি মিক্স করে পুরো মুখে লাগিয়ে নিতে হবে। বেসন আমাদের কালো দাগ দূর করতে সহায়তা করে আর টমেটো স্কিনকে ভেতর থেকে ফর্সা করতে সহায়তা করে।

টমেটো খাওয়ার উপকারিতা

টমেটো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এটি আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। টমেটোতে ভিটামিন এ, ভিটামিন সি ও ভিটামিন কে রয়েছে। টমেটো খাওয়ার উপকারিতা নিম্নরূপ:
  • রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে;
  • রক্তশূন্যতা দূর করে;
  • ত্বক পরিষ্কার ও সতেজ রাখে;
  • হাড়ের স্বাস্থ্য ভালো রাখে;
  • উচ্চ রক্তচাপ কমায়;
  • ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী;
  • টমেটোতে ভিটামিন এ থাকে তাই টমেটো খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে;
  • টমেটোতে লাইকোপেন থাকে যা ক্যান্সার কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে;
  • চর্ম রোগের জন্য টমেটো কার্যকর ভূমিকা পালন করে;
  • রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে;
  • শরীরের ওজন কমাতে সহায়তা করে;
  • পরিপাকতন্ত্রের ক্ষমতা বৃদ্ধি করে;
  • কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে;
  • ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।

লেখক এর মন্তব্য

এতক্ষণ আমাদের সঙ্গে থেকে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি মুখে টমেটো লাগানোর অপকারিতা সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন। আরও তথ্য পেতে আমার ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন। আর্টিকেলটি পড়ে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন। এরকম আরো তথ্য পেতে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
1 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • Md.Sabbir Ali
    Md.Sabbir Ali 1 July 2024 at 23:01

    তথ্য সমৃদ্ধ পোস্ট করার জন্য এডমিনকে অসংখ্য ধন্যবাদ।
    আশা করি আপনার মাধ্যমে আমরা নতুন নতুন তথ্য জানতে পারবো।

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অভ্রটেকের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url