টমেটো ‍দিয়ে চোখের নিচের কালো দাগ দূর করার উপায়

টমেটো দিয়ে চোখের নিচের কালো দাগ দূর করার উপায় সম্পর্কে জানতে চাচ্ছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না। চিন্তার কোন কারণ নেই, আমার আর্টিকেলের মাধ্যমে আপনি সকল তথ্য জানতে পারবেন। এখানে আলু দিয়ে চোখের নিচে কালো দাগ দূর করার উপায় সম্পর্কেও আলোচনা করা হয়েছে। আটিকেলটি মনোযোগ সহকারে পড়ুন আশা করি আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
টমেটো ‍দিয়ে চোখের নিচের কালো দাগ দূর করার উপায়
এখানে শুধুমাত্র টমেটো দিয়ে চোখের নিচে কালো দাগ দূর করার উপায় সম্পর্কে বলা নেই এর পাশাপাশি টুথপেস্ট দিয়ে চোখে নিচে কালো দাগ দূর করার উপায়, চোখের নিচের কালো দাগ হওয়ার কারণ সম্পর্কেও আলোচনা বিস্তারিত আলোচনা করা হয়েছে।

ভূমিকা

পরিষ্কার-পরিচ্ছন্নতাই সৌন্দর্যের প্রতীক। সৌন্দর্য সকলেই পছন্দ করে। আমাদের সমাজে যে যত বেশি সুন্দর সমাজে তার মর্যাদা তত বেশি। চোখের নিচের কালো দাগ আমাদের সৌন্দর্যকে নষ্ট করে। তাই আমাদের উচিত নিজের ত্বকের দিকে খেয়াল রাখা। ঠিকমতো ত্বকের যত্ন নিলে কালো দাগ থাকে না।

চোখের নিচে কালো দাগ হওয়ার কারণ

চোখের নিচে কালো দাগ হওয়া বা ডার্ক সার্কেল একটি অনেক বড় সমস্যা। পর্যাপ্ত বিশ্রাম এবং পুষ্টির অভাবে আমাদের চোখের নিচে ডার্ক সার্কেল দেখা দেয়। ডার্ক সার্কেল হলে চেহারা সৌন্দর্য কমে যায়। বয়সের তুলনায় আপনাকে দেখতে অনেক বেশি বয়স্ক মনে হয়। চোখের নিচে কালো দাগ হওয়ার অন্যতম প্রধান কারণ হলো পর্যাপ্ত ঘুমের অভাব।

কেউ যদি তার সারাদিনের ঘুমের কোটা পূরণ না করে তাহলে তার চোখের নিচে কালো দাগ দেখা দেয়। বর্তমানে আমরা সারাদিনের কাজকর্ম করার পর যেটুকু সময় পায় সেটুকু সময় মোবাইল বা ল্যাপটপে ব্যয় করি। ঠিক মত বিশ্রাম না নিয়ে সারারাত জেগে ফোন বা ল্যাপটপ টিপি যেটা মোটেও ঠিক নয়। আমরা যখন রাতে ঘুমায় তখন আমাদের শরীরের কোষগুলি মেরামত হয় এবং নতুন কোষের সৃষ্টি হয়।

পর্যাপ্ত ঘুমের কারণে আমাদের শরীরের রক্ত সঞ্চালনের বৃদ্ধি ঘটে ফলে আমাদের ত্বক আরো উজ্জ্বল ও সুন্দর হয়। জেনেটিক্যাল বা বংশগত কারণেও এই সমস্যা হতে পারে। পিতা-মাতার বা পূর্বপুরুষদের কারো যদি সমস্যা থাকে তাহলে পরবর্তী বংশধরদের মধ্যেও এই সমস্যা দেখা দেয়। আবার কারো শরীরে যদি আয়রনের ঘাটতি থাকে তাহলে তার চোখের চারপাশে অবস্থিত শিরাগুলি লক্ষ্যনীয় হয়ে ওঠে। ফলে চোখের নিচে কালা ভাব দেখা দেয়।


কারো যদি এলার্জির সমস্যা থাকে তাহলে সে বারবার চোখ ঘুষতে থাকে। চোখের নিচের ত্বক অত্যন্ত পাতলা এবং এতে চর্বির একটি পাতলা স্তর থাকে। চোখ বেশি ঘষাঘষি করলে চর্বির স্থান স্থানচ্যুত হয় এবং কালো ডার্ক সার্কেল ফুটে ওঠে। আমরা বিশেষ করে মেয়েরা সাজতে অনেক পছন্দ করে। মেয়েরা সাজার জন্য যে মেকআপ ব্যবহার করে সেই মেকআপ ঠিকমতো পরিষ্কার না করলে চোখের নিচে ডার্ক সার্কেল তৈরি হয়।

চোখ সব সময় ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করা উচিত। ঠান্ডা পানি ব্যতিত গরম পানি দিয়ে চোখ ধুলে চোখের পিগমেন্টেশন নষ্ট হয় ফলে চোখের নিচে কালো দাগ ফুটে ওঠে। পানি কম পান করলে দেহে পানি শূন্যতা সৃষ্টি হয়। পানিশূণ্যতা থেকেও চোখের নিচ কালো হয়ে যায়। চোখের নিচ কালো হয়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ হলো দুশ্চিন্তা করা। দুশ্চিন্তা করলে পর্যাপ্ত ঘুম হয় না ফলে চোখের নিচ কালো হয়ে যায়।

টমেটো দিয়ে চোখের নিচের কালো দাগ দূর করার উপায়

টমেটো আমাদের ত্বকের জন্য প্রাকৃতিক এন্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে। টমেটো আমাদের ত্বকের উজ্জলতাকে বৃদ্ধি করে ত্বককে আরো সুন্দর ও কোমল করে তোলে। আবার লেবু হলো সেই উপাদান যা ব্যবহারে ত্বকের কালো ভাব দূর হয়অ টমেটো আর লেবুর মিশ্রণে তৈরি হয় এক ফেসপ্যাক যা আমাদের চোখের নিচে পড়া কালো দাগকে দূর করতে সাহায্য করে। টমেটো দিয়ে চোখের নিচে কালো দাগ দূর করার উপায় নিম্নরূপ:

উপাদান: লেবুর রস;
         টমেটোর রস;
         তুলা।

প্রস্তুত প্রণালী: একটি পাত্রে এক চামচ লেবুর রস ও এক চামচ টমেটোর রস নিতে হবে। এরপর মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটি তুলোর বল কে এই মিশ্রণে ডুবিয়ে চোখের নিচে ম্যাসাজ করে লাগিয়ে রাখতে হবে। এরপর ১৫ মিনিট অপেক্ষা করে তুলার বলটি উঠিয়ে নিতে হবে। মুখ ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করতে হবে। ভালো ফলাফল পাওয়ার জন্য সপ্তাহে একবার ব্যবহারই যথেষ্ট।

আলু দিয়ে চোখের নিচের কালো দাগ দূর করার উপায়

আলু ত্বকের জন্য খুবই কার্যকরী। আলুতে অনেক ভিটামিন ও পুষ্টিগুণ রয়েছে। ত্বকের জন্য আলু এন্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে। চোখের নিচে যদি কালো ডার্ক সার্কেল দেখা দেয় এবং ফোলা ভাব দেখা দেয় তাহলে আলুর পেস্ট ব্যবহার করলে চোখের নিচের ফোলা ভাব ও কালো দাগ দূর হয়। আলু দিয়ে চোখের নিচে কালো দাগ দূর করার উপায় নিম্নরূপ:

উপকরণ: আলু;
         লেবুর রস ও
          মধু।

প্রস্তুত প্রণালী: একটি পাত্রে এক চামচ লেবুর রস, এক চামচ আলুর রস ও এক চামচ মধু নিতে হবে। এরপর মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটি তুলোর বল কে মিশ্রণে ডুবিয়ে চোখের নিচে মাসাজ করে লাগিয়ে রাখতে হবে। এরপর ১৫ মিনিট অপেক্ষা করে তুলোর বলটি উঠিয়ে নিতে হবে। এরপর মুখ ভালো হবে পরিষ্কার করে নিতে হবে। ভালো ফলাফল পাওয়ার জন্য সপ্তাহে দুইবার ব্যবহার করতে হবে। এটি চোখের কালো দাগ ও চোখের ফোলা দূর করে।

এছাড়াও চোখের নিচে কালো দাগ দূর করার জন্য আরেকটি পদ্ধতি রয়েছে। একটা আলু কে ছোট ছোট টুকরা করে কেটে চোখের কালো অংশে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলে চোখের নিচের কালো দাগ দূর হয়ে যায়। ভালো ফলাফল পাওয়ার জন্য সপ্তাহে অন্তত দুইবার এই পদ্ধতিটি ব্যবহার করুন।

চোখের নিচের কালো দাগ দূর করার ক্রিম

সৌন্দর্যতা সকলেই পছন্দ করে। সুন্দর হতে সকলেই চাই। আর নিজের সৌন্দর্যতাকে ধরে রাখার জন্য আমাদের নিজেদের ত্বকের যত্ন নিতে হবে। চোখের নিচে কালোভাব হয়ে যাওয়া বা ডার্ক সার্কেল পরা একটি বড় সমস্যা যা আমাদের মুখের সৌন্দর্যকে নষ্ট করে। প্রাকৃতিক উপায়ে যেমন ডার্ক সার্কেল দূর করা যায় তেমনি কিছু কৃত্রিম আই ক্রিমও রয়েছে যাদের সাহায্যে চোখের নিচে ডার্ক সার্কেল দূর করা যায়। আজ আমরা চারটি আইক্রিম সম্পর্কে জানব:

১. CeraVe Eye Repair Cream
এই আই ক্রিমটি চোখের নিচের ফোলা ভাব দূর করতে সাহায্য করে। এই ক্রিমটিতে সিরামাইড রয়েছে যার ফলে চোখের ভেতরের অংশ সুস্থ থাকে। এই ক্রিমটিতে হায়ালুরনিক অ্যাসিড ও নিয়াসিনামাইড রয়েছে। নিয়াসিনামাইড থাকার কারণে এই ক্রিম ব্যবহার করলে ত্বকে জ্বালাপোড়া করে না। এর দাম ২২৫০ টাকা।
 

২. The Ordinary Caffeine Solution 5%+EGCG
এই ক্রিমটিতে ক্যাফেইন থাকে যা চোখের নিচের কালো ভাব দূর করে। এই সিরামটি দিয়ে চোখের নিচে মাসাজ করলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। এর দাম ১৯৫০ টাকা।

৩. 3W Clinic Honey Eye Cream
এই ক্রিমটি চোখের কালো ভাব যেমন দূর করে তেমনি এটি চোখে ভেতরে ত্বকে ময়েশ্চরাইজড করে। এর দাম ১৯০০ টাকা।

৪. Cosrx Advanced Snail Peptide Eye Cream
এই ক্রিমটি চোখের কালো ভাব দূর করে এবং চোখের ভেতরের কোষগুলোকে সুরক্ষা প্রদান করে। এর দাম ৩৯৯ টাকা।

টুথপেস্ট দিয়ে চোখের নিচে কালো দাগ দূর করার উপায়

রাত জেগে কাজ করার কারণে আমাদের চোখের নিচে কালো ভাব দেখা যায় যাকে আমরা ডার্ক সার্কেল বলে থাকি। এই ডার্ক সার্কের কারণে আমাদের চেহারা সৌন্দর্যর নষ্ট হয়। প্রাকৃতিক উপায়ে আমরা এই ডার্ক সার্কেল দূর করতে পারি। আমাদের ঘরে থাকা একটি টুথপেস্ট দিয়ে অতি সহজে আমরা আমাদের চোখের নিচের কালোদাগ দূর করতে পারি। টুথপেস্ট দিয়ে চোখের নিচে কালো ভাব দূর করার উপায় নিম্নরূপ:

চোখের নিচের কালো ভাব দূর করার জন্য একটি ভালো পেস্ট নিতে হবে। এরপর পেস্টটিকে চোখের নিচে আলতোভাবে লাগিয়ে ১৫ মিনিট মতো অপেক্ষা করতে হবে। মিশ্রণটি ভালোভাবে শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে মুখ ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। ভালো ফলাফল পাওয়ার জন্য সপ্তাহে অন্তত দুইবার ব্যবহার করুন।

মধু দিয়ে চোখের নিচের কালো দাগ দূর করার উপায়

আমরা সারাদিন কাজ করার পর যেটুকু সময় পাই দেখা যায় সেটুকু সময় আমরা মোবাইল অথবা ল্যাপটপের পিছনে ব্যয় করি। যার যার কারণে আমাদের ঠিকমতো ঘুম হয় না আর এই ঘুম না হওয়ার কারণে ঘুমের অভাব আমাদের চেহারায় সুস্পষ্ট ফুটে ওঠে। আমাদের চোখে নিচ ফুলে যায় এবং কালো হয়ে যায়। এই ফোলা ভাব ও কালো দাগ দূর করার জন্য আমরা মধুর একটি মিশ্রণ ব্যবহার করতে পারি যা আমাদের চোখের নিচে কালো দাগ দূর করতে সহায়তা করবে। মধু দিয়ে চোখের নিচের কালো দাগ দূর করার উপায় নিম্নরূপ:

উপকরণ: মধু;
         কোকো পাউডার।

প্রস্তুত প্রণালী: একটি পাত্রের কোকো পাউডার ও মধু নিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। এরপর মিশ্রণটিকে চোখের যে অংশ কালো হয়ে গেছে সেই অংশে লাগিয়ে দিতে হবে। মিশ্রণ লাগানোর পর ১৫-২০ মিনিট অপেক্ষা করতে হবে মিশ্রণটি শুকিয়ে যাওয়ার জন্য। মিশ্রণটি ভালোভাবে শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। ভালো ফলাফল হওয়ার জন্য সপ্তাহে ১বার ব্যবহারই যথেষ্ট।

চোখের নিচে কালো দাগ দূর করার উপায়

একবার চোখের নিচে কালো দাগ হয়ে গেলে সেটাকে দূর করা অনেক মুশকিল। তবে আমাদের চেষ্টা করে যেতে হবে। প্রাকৃতিক উপায় এবং কৃত্রিম উপায়ে দুইভাবে আমরা চোখের নিচের কালো দাগ দূর করতে পারি। তবে প্রথমে আমরা প্রাকৃতিক উপায় চেষ্টা করব যাতে আমরা আমাদের চোখে নিচের কালোদাগ দূর করতে পারি।

চোখের নিচের কালোদাগ দূর করার জন্য একটি ঠান্ডা চামচ খুব ভালো কাজ করে। একটি চামচ কে প্রথমে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে এরপর চোখে নিচে কালো অংশে চামচ দিয়ে কিছুক্ষণ ধরে রাখতে হবে। এতে ভালো ফলাফল পাওয়া যায়। এছাড়া চোখের নিচে কালো দাগ দূর করার জন্য আমরা পেপটাইট যুক্ত আইক্রিম ব্যবহার করতে পারি। এই পেপটাইযুক্ত আই ক্রিমে চোখের নিচের কালো ভাব যেমন দূর করে তেমনি চোখের ফোলা ভাবও দূর করে থাকে।

আমরা সারাদিন যে পরিশ্রম করি তাতে আমাদের সারা শরীর যেমন ব্যথা করে তেমনি আমাদের চোখেও একটা ক্লান্তি আসে। সারাদিন পরিশ্রম করার পর যদি আমরা আলতোভাবে চোখে ম্যাসাজ করি তাহলে আমাদের চোখ অনেকটা আরাম পায়। চোখের নিচের কালো ভাব দূর করার জন্য আমরা ক্যাফেইনযুক্ত সিরাম ব্যবহার করতে পারি। এই সিরামটি খুব ভালো কাজ করে এটি চোখে নিজের কালো দাগকে দূর করে এবং চোখের ফোলা ভাবও দূর করে। এছাড়া আমরা আন্ডার আইক্রিম ব্যবহার করতে পারি এটি আমাদের চোখের ভেতরে শিরা ও কোষগুলিকে সুস্থ, সবল ও সতেজ রাখে।

লেখক এর মন্তব্য

এতক্ষণ আমাদের সঙ্গে থেকে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি টমেটো দিয়ে চোখের নিচের কালো দাগ দূর করার উপায় সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন। আরও তথ্য পেতে আমার ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন। আর্টিকেলটি পড়ে যদি আপনার ভালো লাগে তাহলে অন্যদের সাথে শেয়ার করুন।এরকম আরো পোস্ট পেতে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।









এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অভ্রটেকের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url