পুদিনা পাতার জুসের উপকারিতা

পুদিনা পাতার জুসের উপকারিতা সম্পর্কে জানতে চাচ্ছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না। চিন্তার কোন কারণ নেই, আমার আর্টিকেল এর মাধ্যমে আপনি সকল তথ্য জানতে পারবেন। এখানে পুদিনা পাতার চায়ের উপকারিতা সম্পর্কে ও আলোচনা করা হয়েছে। আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন আশা করি আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
এখানে শুধুমাত্র পুদিনা পাতার জুসের উপকারিতা সম্পর্কে লেখা নেই এর পাশাপাশি পুদিনা পাতা খাওয়ার উপকারিতা, পুদিনা পাতার দাম, খালি পেটে পুদিনা পাতা খেলে কি হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

ভূমিকা

আমাদের প্রকৃতিতে নানা জিনিস রয়েছে যা খেলে আমাদের শরীর সুস্থ ও সবল থাকে। তেমনি একটি উপাদান হল পুদিনা পাতা। পুদিনা পাতার অনেক গুণ রয়েছে। এটি শরীরকে ভালো রাখতে সাহায্য করে। পুদিনা পাতার গুণের কোন শেষ নেই। পুদিনা পাতায় প্রচুর পরিমাণে এন্টি অক্সিডেন্ট রয়েছে। পুদিনা পাতা শরীরকে ঠান্ডা করে। পেটের জন্য পুদিনা পাতা খুবই উপকারী।

পুদিনা পাতা খাওয়ার উপকারিতা

পুদিনা পাতা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। বর্তমানে বাজারে সুলভ মূল্যে পুদিনা পাতা পাওয়া যাচ্ছে। রান্নায় যেমন এর ব্যবহার রয়েছে তেমনি এর ঔষধিগুলো রয়েছে প্রচুর। এছাড়া মেয়েদের রূপচর্চায় পুদিনা পাতার অনেক ব্যবহার রয়েছে। পুদিনা পাতা মরণব্যাধি ক্যান্সার রোগ প্রতিরোধ করতে সহায়তা করে। 

পুদিনা পাতায় রয়েছে পেরিলেন অ্যালকোহল যা ফাইটো নিউট্রিয়েন্টসের একটি উপাদান যা ক্যান্সার কোষ বৃদ্ধিকে প্রতিহত করে। তৈলাক্ত ত্বক এবং মুখের ব্রণ দূর করতে পুদিনা পাতার পেস্ট বানিয়ে ত্বকে লাগালে ভালো ফল পাওয়া যায়। চুলে উকুন হওয়া মেয়েদের একটি বড় সমস্যা। চুলে উকুন থাকলে মাথা রক্ত খেয়ে নেয়। এই উকুন তাড়াতে পুদিনা পাতা শেকড় খুব ভালো কাজ করে। 


পুদিনা পাতা রস গোটা মাথার চুলের গোড়ায় লাগিয়ে পাতলা কাপড় দিয়ে পেচিয়ে রাখতে হবে। এরপর এক ঘন্টা পর চুল শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো ফলাফল পাওয়ার জন্য সপ্তাহে অন্তত দুইবার ব্যবহার করতে হবে। এতে চুল সহজে উকুন মুক্ত হবে। সর্দি-কাশি হলে পুদিনা পাতার রস খেতে হবে এটি ঠান্ডা নিরসনে ভূমিকা পালন করে। 

পুদিনা পাতার চায়ের উপকারিতা সম্পর্কে নিচে আলোচনা করা হয়েছে। পুদিনা পাতায় আন্টি অক্সিডেন্ট ও ফাইটো নিউট্রিয়েন্ট থাকে যা পেটের পিড়া দূরীকরণে সহায়তা করে। রোদে পোড়া ত্বকের জ্বালা কমাতে পুদিনা পাতা ও অ্যালোভেরা রস খুব ভালো কাজে দেয়।

পুদিনা পাতা খাওয়ার নিয়ম

পুদিনা পাতা খাওয়ার উপকার সম্পর্কে আমরা জানলাম এখন জানব পুদিনা পাতা খাওয়ার নিয়ম সম্পর্কে। সালাদ খেতে আমরা অনেকেই পছন্দ করি, এই সালাদের সাথে আমরা পুদিনা পাতা মিশিয়ে খেতে পারি। এতে হাঁপানি ও পেটের নানাবিদ অসুখ দূর হয়। সর্দি-কাশিতে পুদিনা পাতার রস খুব ভালো কাজ করে। কাশিতে পুদিনা পাতার জুস বানিয়ে খেলে এটি খুব ভালো কাজে দেয়। 

আমরা অনেকেই ফর্সা ত্বক পেতে চাই। ত্বক ফর্সা করার জন্য পুদিনা পাতার পেস্ট বানিয়ে মুখে ১৫ থেকে ২০ মিনিট লাগিয়ে রাখতে হবে। এরপর শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে মুখ ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। চুলের খুশকি দূর করার জন্য পুদিনা পাতা বেটে এর রস পুরো মাথায় চুলের গোড়ায় ভালোভাবে লাগিয়ে দিতে হবে। চায়ের সাথে পুদিনা পাতার রস মিশিয়ে আমরা খেতে পারি। আঘাতপ্রাপ্ত স্থানে পুদিনা পাতা রস লাগালে উপশম পাওয়া যায়।

পুদিনা পাতার জুসের উপকারিতা

অস্বাস্থ্যকর পানীয় আমাদের শরীরের জন্য ক্ষতিকর। আমরা আমাদের তৃষ্ণা নিবারণের জন্য নানারকম পানীয় খেয়ে থাকে। তবে সব পানিও স্বাস্থ্যকর নয়। পুদিনা পাতা শরীরের জন্য অনেক উপকারী। পুদিনা পাতার জুসে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট,ফাইটো নিউট্রিয়েন্ট ও মেন্থল যা হজমের সাহায্য করে। পুদিনা পাতার জুস খিচুনি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

পেটব্যথা সারাতে এটি খুব ভালো কাজ করে। মেয়েদের পিরিয়ডের ব্যথা থেকে মুক্তি দেয় এবং রক্ত পরিশোধনে সহায়তা করে। পুদিনা পাতার জুস তৈরি করার জন্য নিম্নোক্ত উপাদান গুলো লাগবে-
  • লেবু একটি;
  • লবণ এক চিমটি;
  • চিনি স্বাদমতো;
  • পুদিনা পাতা;
  • ঠান্ডা পানি।
জুস তৈরির প্রণালী:
প্রথমে পুদিনা পাতা ও লেবু ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর লেবু থেকে রস বের করে একটা বাটিতে আলাদা করে রেখে দিতে হবে। এরপর একটি ব্লেন্ডারে পুদিনা পাতা, লেবুর রস, লবণ, চিনি ও ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ড করতে হবে। এরপর একটি গ্লাসে মিশ্রণটিকে ঢেলে বরফ দিয়ে উপভোগ করুন ঠান্ডা ঠান্ডা পুদিনাপাতার জুস।

পুদিনা পাতার চায়ের উপকারিতা

সর্দি-জ্বরে পুদিনা পাতার চা খুব ভালো কাজে দেয়। সর্দি লাগলে আমাদের মাথা ব্যথা করে অনেক সময় গলা ব্যথাও করে। অনেকে মাথা উঁচু করতে পারে না সর্দির জন্য। এমন সময় গরম গরম এক কাপ পুদিনা পাতার চা খেলে খুব ভালো উপকার পাওয়া যায়। পুদিনা পাতায় রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, ফাইটো নিউট্রিয়েন্ট ও মেন্থল যা হজমে সহায়তা করে। 

পুদিনা পাতার চায়ের উপকারিতা অনেক যেমন পুদিনা পাতার জুসের উপকারিতা। পুদিনা পাতার চা তৈরি করার জন্য নিম্নোক্ত উপাদান গুলো লাগবে-
  • পুদিনা পাতা;
  • মধু;
  • পানি।

পুদিনা পাতার দাম

পুদিনা পাতার ব্যাপক চাহিদা রয়েছে। আমাদের দেশের অনেক কৃষক পুদিনা পাতা চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। অনেকে আবার নিজেদের বাসার ছাদে পুদিনা পাতার গাছ লাগিয়ে থাকে। বাজারে সুলভ মূল্যে এই পুদিনা পাতা পাওয়া যায়। দামী দামী রেস্টুরেন্টের খাবার ডেকোরেশনের জন্য পুদিনা পাতা ব্যবহার করা হয়। এছাড়াও পুদিনা পাতা দিয়ে জুস, চা ইত্যাদি পানীয় তৈরি করা হয়।


আমাদের দৈনন্দিন জীবনে পুদিনা পাতার জুসের উপকারিতা ও পুদিনা পাতার চায়ের উপকারিতা রয়েছে। অনেকেই ভাবেন পুদিনা পাতার হয়ত অনেক দাম যা সাধারণ মানুষের জন্য সহজলভ্য নয় কিন্তু এটি ঠিক নয়। পুদিনা পাতার দাম আমাদের সাধ্যের মধ্যে রয়েছে। বাজারে প্রতি কেজি পুদিনা পাতা ৯০ থেকে ১০০ টাকা হারে বিক্রি হয়। পুদিনা পাতা চাষ করলে আমাদের কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন।

চুলের জন্য পুদিনা পাতার উপকারিতা

চুলের জন্য পুদিনা পাতার উপকারিতা অনেক। মেয়েদের জন্য উকুনের সমস্যা একটি বড় সমস্যা। এই উকুনকে মাথা থেকে তাড়াতে অনেক বেগ পেতে হয় আমাদের। পুদিনা পাতার শেকড়ের রস উকুন নাশক হিসেবে কাজ করে। পুদিনার শেখড় বেটে রস বের করে পুরো মাথায় লাগিয়ে পাতলা কাপড় দিয়ে মাথা পেচিয়ে রাখতে হবে। 

এক ঘণ্টা পর রস শুকিয়ে গেলে শ্যাম্পু দিয়ে মাথা ভালো ভাবে পরিষ্কার করে নিতে হবে। ভালো ফলাফল পেতে সপ্তাহে দুইবার ব্যবহার করতে হবে। অ্যালোভেরা ও পুদিনার প্যাক চুলে প্রয়োগ করলে চুলের গোড়া শক্ত ও মজবুত হয়। পুদিনা পাতার জুসের উপকারিতা আশা করি বিস্তারিত জানতে পেরেছেন।

লেখক এর মন্তব্য

এতক্ষণ আমাদের সঙ্গে থেকে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি পুদিনা পাতার জুসের উপকারিতা সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন। আরো তথ্য পেতে আমার ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন। আর্টিকেলটি পড়ে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন। এরকম আরো পোস্ট পেতে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অভ্রটেকের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url