নতুন চুল গজাতে জবা ফুল কিভাবে সহায়তা করে জেনে নিন

নতুন চুল গজাতে জবা ফুল কিভাবে সহায়তা করে সেই সম্পর্কে জানতে চাচ্ছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না। চিন্তার কোন কারণ নেই, আমার আর্টিকেল এর মাধ্যমে আপনি সকল তথ্য জানতে পারবেন। এখানে জবা ফুলের হেয়ার প্যাক কিভাবে তৈরি করবেন সে সম্পর্কেও আলোচনা করা হয়েছে।আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন আশা করি আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ।

এখানে শুধুমাত্র নতুন চুল গজাতে জবা ফুল কিভাবে সহায়তা করে সেই সম্পর্কে লেখা নেই এর পাশাপাশি জবা ফুলের ব্যবহার, জবা ফুলের তেল বানানোর উপায় এবং লাল জবা ফুলের উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

ভূমিকা

জবা খুবই উপকারী একটি ফুল। এর অনেক ঔষধি গুন রয়েছে। এর পাশাপাশি জবা ফুলের নানা রকম ব্যবহার রয়েছে। নতুন চুল গজিয়ে পুরাতন চুলকে মজবুত করতে এ জবা ফুল খুব ভালো কাজ করে। আদিম যুগ থেকে চুলের সৌন্দর্য বৃদ্ধি করতে, নতুন চুল গজাতে, চুলের খুশকি দূর করতে জবা ফুল ব্যবহার করা হয়। এটি আমাদের চুলের কেরাটিন প্রোটিনের চাহিদা পূরণ করে।

চুলের যত্নে জবা ফুলের ব্যবহার

জীবনকে সুন্দর করতে শুধু শরীরের যত্ন নিলেই হবে না এর পাশাপাশি চুলেরও যত্ন নিতে হবে। একজন ব্যক্তিকে তখনই সুখী বলা যাবে যখন সে শরীর ও মন দুই দিক দিয়ে সুস্থ থাকে। চুল আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশ। ঠিকমতো চুলের যত্ন না নিলে চুল পড়ে যায়, চুল ফেটে যায়, চুলে খুশকি হয়, চুলের নমনীয়তা কমে গিয়ে চুল রুক্ষ ও শুষ্ক হয়ে যায়। 

চুলের যত্ন নেওয়ার জন্য আমরা নানা কৃত্রিম সামগ্রী ব্যবহার করি। কিন্তু ঘরোয়া পদ্ধতিতে ও চুলের যত্ন নেওয়া যায়। জবা ফুল চুলের জন্য একটি উপকারী উপাদান। জবা ফুলে ভিটামিন সি ও এমিনো এসিড থাকে। এটি আমাদের চুলে ভিটামিন সি ও এমিনো এসিডের ঘাটতি পূরণ করে চুলকে সুন্দর করে তোলে। জবা ফুলের পেস্ট চুলের কেরাটিনের অভাব দূর করে চুলের রুক্ষতাকে দূর করে চুলকে কোমল ও নমনীয় করে তোলে। 

ঠিকমতো চুলের যত্ন না নেওয়ার কারণে অনেক সময় আমাদের হেয়ার ফল হয়। এটি আমাদের জন্য একটি বড় সমস্যা। চুলে জবা ফুল ব্যবহার করলে চুলের গোড়া শক্ত ও মজবুত হয়। অনেকের অল্প বয়সে চুল সাদা হয়ে যায় জবা ফুল চুলকে কালো ও মসৃণ করতে সহায়তা করে। চুলের খুশকি দূর করে চুলকে আর্দ্র করে তোলে।

জবা ফুলের হেয়ার প্যাক

জবা ফুল চুলের কোমলতা ও মসৃণতা বজায় রাখতে সাহায্য করে। আমরা আমাদের সময়ের অভাবের কারণে আবার অনেক সময় অলসতার কারণে ঠিকমতো চলে যত্ন নিতে পারি না। সময়ের সাথে সাথে চুল ক্ষতিগ্রস্ত হয়ে চুল রুক্ষ ও শুষ্ক হয়ে যায়। চুলের কোমলতা বৃদ্ধির জন্য আমাদের জবা ফুলের হেয়ার প্যাক ব্যবহার করতে হবে। 

কয়েক রকম ভাবে জবা ফুলের হেয়ার প্যাক বানানো যায় যার। যার যেটা সুবিধা সে সেটা ব্যবহার করতে পারেন। নিচে জবা ফুলের হেয়ার প্যাক তৈরির পদ্ধতি বর্ণনা করা হলো-
  • কয়েকটি জবা ফুলের পাপড়িকে পাঠাতে বেটে তার সাথে নারিকেল তেল বা অলিভ অয়েল মিশিয়ে নিয়ে হেয়ার প্যাক তৈরি করতে হবে। এরপর হেয়ার প্যাকটি চুলের গোড়ায় ভালোভাবে লাগিয়ে ৩০ মিনিট মতো অপেক্ষা করতে হবে। এরপর ভালো শ্যাম্পু দিয়ে চুল ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে।
  • গাছ থেকে জবা ফুল পেরে রোদে শুকিয়ে নিতে হবে। এরপর শুকনা জবা ফুলকে পানিতে ফুটিয়ে নিতে হবে। চুল ভালোভাবে শ্যাম্পু করার পর সেই ফুটানো পানি দিয়ে চুলকে ভালোভাবে ধুয়ে নিতে হবে।
  • জবা ফুলের পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর জবা ফুলের পেস্ট এর সাথে টক দই ভালোভাবে মিশিয়ে সে মিশ্রণটিকে চুলের গোড়ায় ভালোভাবে লাগিয়ে দিতে হবে। এক ঘন্টা রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে চুল ভালোভাবে শুকিয়ে নিয়ে শ্যাম্পু করতে হবে।
  • একটি ডিম ফাটিয়ে সেই ডিম থেকে কুসুম এবং সাদা অংশকে আলাদা করে নিতে হবে। এরপর সাদা অংশের সাথে জবা ফুলের পেস্ট মিক্স করে চুলে ভালোভাবে লাগিয়ে নিয়ে রোদে শুকিয়ে তারপর শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে নিতে হবে।
  • প্রথমে ব্লেন্ডারে জবা ফুলের পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর এর সাথে পেঁয়াজের রস মিশিয়ে একটি হেয়ার প্যাক তৈরি করতে হবে। হেয়ার প্যাকটিকে চুলে ভালোভাবে লাগিয়ে নিয়ে এক ঘন্টা রোদে শুকাতে হবে এরপর শ্যাম্পু দিয়ে চুল ভালোভাবে ধুয়ে নিতে হবে।

জবা ফুলের তেল বানানোর উপায়

চুলের যত্ন নেওয়ার জন্য আমরা নানা ধরনের কৃত্রিম তেল ব্যবহার করে থাকি। চুল পড়া, চুলে খুশকি হওয়া ইত্যাদি রোধ করার জন্য চুলে তেল ব্যবহার করতে হয়। তবে ঘরোয়া পদ্ধতিতে জবা ফুলের তেল বানানোর উপায় জানা থাকলে আমরা ঘরে বসে সহজেই এই তেল বানিয়ে নিতে পারব। জবা ফুলের তেল আমাদের চুলের গোড়াকে শক্ত ও মজবুত করে, চুল থেকে খুশকি দূর করে চুলকে নমনীয় করে তোলে। জবা ফুলে তেল বানানোর উপায় নিচে বর্ণনা করা হলো-

উপকরণ: ৬ টা লাল জবা ফুল, ৬ টা জবা ফুলের পাতা, ১ কাপ নারিকেল তেল, সামান্য পানি।

তেল বানানোর পদ্ধতি: গাছ থেকে জবা ফুল ও পাতা পেরে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এর পর একটা ব্লেন্ডারে জবা ফুলের পাপড়ি ও পাতা এবং অল্প একটু পানি মিশিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এবার অন্য একটি পাত্রে এককাপ তেল নিয়ে তাতে জবার মিশ্রণটি যোগ করে চুলায় ফুটাতে হবে। মিশ্রণটি টককগ করে ফুটে উঠলে চুলা বন্ধ করে দিতে হবে । 

এরপর একটি কাচের সিসিতে তেলটি সংরক্ষণ করে রাখতে হবে। দীর্ঘদিন তেলটিকে ভালো রাখার জন্য প্রতি ১০ দিন পরপর ১৫ মিনিটের জন্য রোদে দিতে হবে। ভালো ফলাফল পাওয়ার জন্য সপ্তাহে অন্তত ২ দিন ব্যবহার করুন।

নতুন চুল গজাতে জবা ফুল কিভাবে সহায়তা করে

জবা ফুল আমাদের চুলের জন্য খুবই উপকারী। শুধু ফুলই না এর পাতা ও চুলের জন্য সমান উপকারী। জবা ফুলের হেয়ার প্যাক ও জবা ফুলের তেল আমাদের চুলের গোড়াকে শক্ত ও মজবুত করে, নতুন চুল গজাতে জবা ফুল সাহায্য করে। জবা ফুলে ভিটামিন সি ও এমিনো এসিড থাকে। জবা ফুল ফলিকল কে মজবুত করে এবং স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। 

আরও পড়ুন: বেসন দিয়ে মুখ পরিষ্কার করার উপায়


অযত্নের কারণে চুল রুক্ষ ও শুষ্ক হয়ে যায়। জবা ফুলে কেরাটিন প্রোটিন থাকে যা চুলকে কোমল ও নমনীয় করে তোলে। জবা ফুলের তেল ব্যবহার করলে মাথা রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় যার কারণে মাথায় নতুন চুল গজায়। জবা ফুল চুলের প্রাকৃতিক জেল্লা বৃদ্ধি করে চুলের সাইন বজায় রাখে। জবা ফুলের হেয়ার প্যাক ও তেল নিয়মিত ব্যবহার করলে যেমন নতুন চুল গজায় তেমন পুরাতন চুল পড়া রোধ করে চুলের গোড়াকে শক্ত ও মজবুত করে তোলে।

জবা ফুল মাথায় দেওয়ার নিয়ম

জবা ফুল মাথায় দেওয়ার কয়েকটি পদ্ধতি রয়েছে এ জবা ফুল আমার চুলে আমাদের চুলের জন্য খুবই উপকারী নিয়মিত জবা ফুলের পেস্ট ও তেল ব্যবহার করলে চুল শক্ত মজবুত হয় নিচে কয়েকটি জবা ফুল ব্যবহার করার পদ্ধতি সম্পর্কে বর্ণনা করা হলো-
  • দুই চামচ আমলকি পাউডার বা দুই চামচ আমলকি রস এবং দুই চামচ জবা পাতার পেস্ট একটি পাত্রে মিশিয়ে নিন। এরপর মিশ্রণটিকে চুলে ভালোভাবে লাগিয়ে রোদে ৩০ থেকে ৪০ মিনিট ভালোভাবে শুকিয়ে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে ফেলুন। ভালো ফলাফল পাওয়ার জন্য পেস্টটি সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করুন। এটি আপনার চুলকে শক্ত ও মজবুত করবে, চুল পড়া রোধ করবে, মাথা ঠান্ডা রাখবে, চুলকে কালো সিলকি এবং সাইনি করবে।
  • একটি পাত্রে কিছু পানি নিয়ে তাতে তিন থেকে চারটি জবার পাতা ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ ভেজানোর পর একটি ব্লেন্ডারের মধ্যে পাতাগুলি এবং অল্প পরিমাণ পানি নিয়ে একটি পেস্ট তৈরি করে ফেলুন। এরপর অপর একটি পাত্রে অল্প পারিমাণ পানি নিয়ে মিশ্রণটি তার মধ্যে নিয়ে ভালো করে নেড়ে নিন। এরপর মিশ্রণটি একটি পিচ্ছিল বর্ণ ধারণ করলে মিশ্রণটি চুলে ভালোভাবে লাগিয়ে ফেলুন। ৩০ থেকে ৪০ মিনিট এদিকে মাথায় লাগিয়ে রাখুন। এরপর শ্যাম্পু দিয়ে চুল ভালোভাবে পরিষ্কার করে ফেলুন।
  • আগের দিন রাত্রে একটি পাত্রে তিনটি জবা ফুল ভালোভাবে ভিজিয়ে রাখুন। পরের দিন ব্লেন্ডারে জবা ফুলটির পেস্ট বানিয়ে ফেলুন। এরপর জবা ফুলটির সাথে তিন চামচ দুধ এবং দেড় চামচ অলিভ অয়েল মিশিয়ে পেস্টটিকে চুলে এপ্লাই করে ফেলুন। ৩০ থেকে ৪০ মিনিট এটি চুলে রেখে তারপর ভালোভাবে শ্যাম্পু করে ফেলুন।
  • যাদের খুশকি সমস্যা রয়েছে তারা খুশকি দূর করার জন্য তিন থেকে চারটি জবা ফুল এবং সমপরিমাণ মেহেদী পাতা ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুুয়ে একটি ব্লেন্ডার ব্লেন্ড করে নিন। এরপর এর সাথে দুই টেবিল চামচ লেবুর রস যোগ করে মিশ্রণটিকে তুলে এপ্লাই করুন। ৩০ থেকে ৪০ মিনিট রোদে ভালোভাবে চুলকে শুকিয়ে নিন এরপর শ্যাম্পু দিয়ে চুল ভালোভাবে পরিষ্কার করে নিন। এতে আপনার চুলে খুশকি দূর হবে এবং চুল রুক্ষ শুষ্ক থেকে নমনীয় ও কোমল হয়ে উঠবে, চুল কালো হবে এবং চুল সিল্কি ও সাইনিং হবে।

লাল জবা ফুলের উপকারিতা

জবা খুবই সহজলভ্য একটি ফুল। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে এই জবা ফুলের গাছ থাকতে দেখা যায়। জবা ফুল ছাড়া হিন্দুদের মা কালীর পূজা প্রায় অসম্পূর্ণ থাকে। মা কালির পাশাপাশি মা লক্ষির পুজোতেও এই জবা ফুল ব্যবহার করা হয়। বাস্তুশাস্ত্রে বলা হয় জবা ফুল আমাদের এনার্জি লেভেল কে বৃদ্ধি করে। হিন্দুদের ধারণা মা লক্ষ্মীর পায়ের জবা ফুল বাড়িতে রাখলে সে বাড়িতে কখনো আর্থিক সংকর দেখা দেয় না। 

জবা ফুল পুজোতে যেমন ব্যবহৃত হয় তেমনি চুলের যত্ন ব্যবহার করা হয়। লাল জবা ফুলের উপকারিতা সম্পর্কে আমাদের জেনে এর প্রয়োগ করতে হবে। লাল জবা ফুলের হেয়ার প্যাক ও তেল মাথায় দিলে মাথার রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এতে করে পুরাতন চুলের গোড়া মজবুত হওয়ার পাশাপাশি মাথায় নতুন চুল গজায়। জবা ফুলের তেল মাথায় দিলে রাতে সুন্দর আরামদায়ক ঘুম আসে।

লেখকের মন্তব্য

এতক্ষণ আমাদের সঙ্গে থেকে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি নতুন চুল গজাতে জবা ফুল কিভাবে সহায়তা করে সে সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন। আরও তথ্য পেতে আমার ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন। আর্টিকেলটি পড়ে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন। এরকম আরো পোস্ট পেতে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অভ্রটেকের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url